ব্রেসলেট দিয়ে সাগর পরিষ্কার!
কিছুদিন আগে আমি ফেসবুকে পোস্ট দেই যে, তিনটি স্টার্টআপকে আমার বেশ পছন্দ হয়েছে। তারা সমাজ, দেশ ও পরিবেশ উন্নয়নে যেমন ভূমিকা রাখছে তেমনি সেই উদ্যোগগুলোর সাথে বিজনেস মডেলের সামঞ্জস্য ঘটাতে পেরেছে ইউনিকভাবে। যা তাদের ব্যবসার ফান্ডিং সোর্স হিসেবে কাজ করছে। আপনি নিজেও আর্থিক সহায়তার মাধ্যমে সেই মহৎ উদ্যোগগুলোর অংশ হতে পারবেন। যার কারণে এই স্টার্টআপগুলোকে আমার কাছে কিউট স্টার্টআপ বলে মনে হয়।
তিনটি স্টার্টআপের মধ্যে একটি বিদেশি, বাকি দুইটি বাংলাদেশি স্টার্টআপ। আজ সে তিনটের প্রথমটিকে নিয়ে লিখছি। Andrew Cooper এবং Alex Schuze নামের দু’জন সার্ফার বিশ্বব্যাপী সমুদ্র ও সমুদ্রতীরের বর্জ্য পরিষ্কার করার লক্ষ্যে 4Ocean নামক একটি অর্গানাইজেশনটি প্রতিষ্ঠা করেছিলেন। চলুন দেখা যাক, কীভাবে তারা সমুদ্র থেকে বর্জ্য পরিষ্কার করে চলেছেন, কীভাবে তারা তাদের এই উদ্যোগকে পরিচালিত করছেন। একই প্রতিষ্ঠানের অধীনে তাদের আরো কয়েকটি ভিন্নধর্মী উদ্যোগের কথা জানাবো আর বলবো কীভাবে আপনিও এই মহৎ উদ্যোগের সাথে একাত্ম হতে পারবেন।
4ocean সম্পর্কে তাদের ওয়েবসাইট 4ocean.com - এ লেখা আছে, এটি একটি বিশ্বব্যাপী আন্দোলনধর্মী উদ্যোগ যা সাগর ও সাগরসংলগ্ন এলাকা থেকে বর্জ্য অপসারণের কাজ করে এবং তার পাশাপাশি মানুষদেরকে Cleaner Ocean গড়ার জন্য অনুপ্রাণিত করে।
আসুন, বর্তমান সমুদ্রদূষণ নিয়ে কিছু পরিসংখ্যান জেনে নেই আগে। প্রতি বছর সমুদ্রে ১.৪ বিলিয়ন পাউন্ড বর্জ্য প্রবেশ করে। যার মধ্যে প্লাস্টিক প্রধান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে, ২০১৫ সাল পর্যন্ত সমুদ্রে আনুমানিক ৫.২৬ ট্রিলিয়ন প্লাস্টিক ও প্লাস্টিকের ধ্বংসাবশেষ কণা রয়েছে। যার মধ্যে ২,৬৯,০০০ টন প্লাস্টিক সমুদ্রপানিতে ভাসমান অবস্থায় রয়েছে। আর গভীর সমুদ্রের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৪ বিলিয়ন প্লাস্টিক মাইক্রোফাইবারের অস্তিত্ব রয়েছে।
তিনটি স্টার্টআপের মধ্যে একটি বিদেশি, বাকি দুইটি বাংলাদেশি স্টার্টআপ। আজ সে তিনটের প্রথমটিকে নিয়ে লিখছি। Andrew Cooper এবং Alex Schuze নামের দু’জন সার্ফার বিশ্বব্যাপী সমুদ্র ও সমুদ্রতীরের বর্জ্য পরিষ্কার করার লক্ষ্যে 4Ocean নামক একটি অর্গানাইজেশনটি প্রতিষ্ঠা করেছিলেন। চলুন দেখা যাক, কীভাবে তারা সমুদ্র থেকে বর্জ্য পরিষ্কার করে চলেছেন, কীভাবে তারা তাদের এই উদ্যোগকে পরিচালিত করছেন। একই প্রতিষ্ঠানের অধীনে তাদের আরো কয়েকটি ভিন্নধর্মী উদ্যোগের কথা জানাবো আর বলবো কীভাবে আপনিও এই মহৎ উদ্যোগের সাথে একাত্ম হতে পারবেন।
4ocean সম্পর্কে তাদের ওয়েবসাইট 4ocean.com - এ লেখা আছে, এটি একটি বিশ্বব্যাপী আন্দোলনধর্মী উদ্যোগ যা সাগর ও সাগরসংলগ্ন এলাকা থেকে বর্জ্য অপসারণের কাজ করে এবং তার পাশাপাশি মানুষদেরকে Cleaner Ocean গড়ার জন্য অনুপ্রাণিত করে।
আসুন, বর্তমান সমুদ্রদূষণ নিয়ে কিছু পরিসংখ্যান জেনে নেই আগে। প্রতি বছর সমুদ্রে ১.৪ বিলিয়ন পাউন্ড বর্জ্য প্রবেশ করে। যার মধ্যে প্লাস্টিক প্রধান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে, ২০১৫ সাল পর্যন্ত সমুদ্রে আনুমানিক ৫.২৬ ট্রিলিয়ন প্লাস্টিক ও প্লাস্টিকের ধ্বংসাবশেষ কণা রয়েছে। যার মধ্যে ২,৬৯,০০০ টন প্লাস্টিক সমুদ্রপানিতে ভাসমান অবস্থায় রয়েছে। আর গভীর সমুদ্রের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৪ বিলিয়ন প্লাস্টিক মাইক্রোফাইবারের অস্তিত্ব রয়েছে।
এই অবস্থা চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণ বেশি হতে পারে (by weight)।
4Ocean এর ওয়েবসাইটে ব্রেসলেট কিনতে পাওয়া যায়। প্রতিটা ব্রেসলেট বিক্রি হলে তার বিনিময়ে তারা সাগর থেকে ১ পাউন্ড (০.৪৫ কেজি) বর্জ্য অপসারণ করে। এই আর্টিকেলটি লেখার সময় তাদের ওয়েবসাইট থেকে জানা যায় যে, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি এই পর্যন্ত ২,৩১,৯৬২ পাউন্ড (প্রায় ১,০৫,২১৬ কেজি) বর্জ্য অপসারণ করেছে আমেরিকা, বাহামা, হাইতি ও ফিলিপাইনের সমুদ্র ও সমুদ্র সৈকত থেকে!
১০০% Recycled ম্যাটেরিয়াল দ্বারা তৈরি সেই ব্রেসলেট |
4Ocean এর প্রতিষ্ঠাতাদ্বয় কলেজ থেকে বন্ধু ছিলেন। ইন্দোনেশিয়ায় একবার ভ্রমণে গিয়ে তারা সমুদ্রদূষণের গভীরতা উপলব্ধি করেন এবং দেশে ফিরে একসময় 4Ocean প্রতিষ্ঠা করেন। তাদের প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো কখনো বর্জ্য অপসারণের কাজ না থামিয়ে অবিরাম উদ্যোগটি চালিয়ে যাওয়া।
তাদের এই সমুদ্র পরিষ্কার অভিযানে যে কেউ ভলান্টিয়ার হিসেবে অংশগ্রহণ করতে পারবে। নৌকা, ডুবুরি আর প্রয়োজনীয় যন্ত্রপাতির সাথে থাকে প্রশিক্ষিত কুকুরও! কুকুরও সমুদ্র পরিষ্কারের এই মহৎ কাজে পানির নিচ থেকে দক্ষ ডুবুরির মতো তুলে আনে প্লাস্টিকের বোতল। নিচের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন।
4Ocean যে শুধু সাগর পরিষ্কার করে তা নয়! তারা তাদের কাজের পরিধি বাড়িয়েছে হাঙর রক্ষা ও ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলাদা আলাদা ব্রেসলেট বিক্রির মাধ্যমে। যেমন Shark Conservation ব্রেসলেটটি কিনলে তা থেকে লাভের ১০% টাকা হাঙর রক্ষা বিষয়ক প্রোগ্রামে দান করে 4Ocean। তেমনি, ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতার লক্ষ্যে Breast Cancer Awareness ব্রেসলেট বিক্রিরও ব্যবস্থা করে 4Ocean। এই ব্রেসলেটটিও কিনলে তা থেকে লাভের ১০% টাকা Breast Cancer Awareness প্রোগ্রামগুলোতে দান করে দেয় প্রতিষ্ঠানটি।
Shark Conservation ব্রেসলেট ও Breast Cancer Awareness ব্রেসলেট
4Ocean সামুদ্রিক বর্জ্য কমানোর লক্ষ্যে যেমন প্রত্যক্ষ ভূমিকা রাখছে তেমনি বিশ্বব্যাপী সমুদ্রদূষণ রোধে সচেতনতা জাগরণে পরোক্ষভাবে অবদান রাখছে। যারা সরাসরি বর্জ্য অপসারণ কাজে সহযোগিতা করতে পারছে না, ব্রেসলেট কেনার মাধ্যমে তাদেরকেও অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। এতে করে মানুষ ঘরে বসেও পরিবেশ উন্নয়নে পরোক্ষ ভূমিকা রাখতে পারছে বলে খুশিমনে ব্রেসলেট কিনে যাচ্ছে যার মাধ্যমে 4Ocean নিজেদের ফান্ডিং সোর্সেরও ব্যবস্থা করতে পেরেছে। সাধারণ মানুষের মাঝে পরিবেশ পরিচ্ছন্নতামূলক উদ্যোগের প্রতি আগ্রহ তৈরি করা ও তাদেরকে এসব উদ্যোগের সাথে জড়িত করার সর্বোৎকৃষ্ট উদাহরণ হতে পারে 4Ocean।
Post a Comment