বাংলাদেশের সেরা শিক্ষামূলক অ্যাপ
বাংলাদেশে বেশ ভালো ভালো অ্যাপ ডেভেলপ হচ্ছে সম্প্রতি। পাঠাও, জিপি মিউজিক, TopTube সহ দেশি অনেক অ্যাপস বর্তমানে লক্ষ লক্ষ ইউজার ব্যবহার করছে। তবে খেয়াল করলে দেখা যাবে, বেশিরভাগই সার্ভিস কিংবা এন্টারটেইনমেন্ট রিলেটেড অ্যাপস এবং এগুলার কিছু কিছু ডেভেলপ করেছে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আবার দেখা গেছে কোনো কোনো অ্যাপের ডেভেলপাররা বাংলাদেশিই নন, টাকার বিনিময়ে বিদেশী ডেভেলপার দিয়ে অ্যাপ বানানো হয়েছে।
বাংলায় পড়ালেখা নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বানানো উপকারী একটা অ্যাপ পাওয়া বিরল তবে একেবারেই যে নেই তা কিন্তু নয়। যেমন: রাফখাতা অ্যাপ, দূরবীন একাডেমীর অ্যাপ। আরো বলে রাখি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি “একুশে বাংলা কীবোর্ড” নামে একটি বাংলা কিবোর্ড উন্মোচন করে প্লে স্টোরে যাতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কিন্তু আজ আমি এসব অ্যাপস নিয়ে আলোচনা করবো না। আজ আলোচনা করবো অন্য একটি অ্যাপ নিয়ে।
অ্যাপটির নাম Interactive ICT। একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আইসিটি বিষয়ের জন্য অ্যাপটি তৈরি করেছে ‘টিম শূন্য’ নামে একটি দেশীয় স্টার্টআপ প্রতিষ্ঠান। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC) - এর কম্পিউটার বিভাগের চার শিক্ষার্থী মিলে এটি তৈরি করেছেন। তারা হলেন: মোহাম্মদ ইমরান হোসেন, রাকিবুল হুদা, রাশিদ আল শাফি এবং মাহমুদুল হাসান সোহাগ।
২০১৮ সালের ১২ই জানুয়ারি গুগল প্লে স্টোরে ছাড়ার পর ইতিমধ্যে অ্যাপটি ১০০০+ বার ডাউনলোড হয়েছে এবং সর্বমোট ১৩৭ জন মানুষের দেওয়া রিভিউ থেকে প্রাপ্ত রেটিং ৪.৯! অ্যাপটির সুযোগ সুবিধাগুলো তার গুগল প্লে স্টোর ডেসক্রিপশনে সুন্দরভাবে দেওয়া রয়েছে। কেনো অ্যাপটিকে আমি বাংলাদেশের সেরা শিক্ষামূলক অ্যাপ বলছি তার কারণ এর ফিচারগুলোতে চোখ বুলালে বুঝতে সুবিধা হবে।
অ্যাপটি সম্পর্কে টিম শূণ্য বলছে: ”Interactive ICT - একটি ইন্টারঅ্যাকটিভ শিক্ষার প্রচেষ্টা। একাদশ-দ্বাদশ শ্রেনীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের জন্য সহায়ক ইন্টারঅ্যাকটিভ অ্যাপ। এটি কোনো ধরনের লিখিত নির্দেশিকা নয়; বই বা শিক্ষকের পরিপূরকও নয়। এটি সহায়ক একটি অ্যাপ যা শিক্ষার্থীকে জটিল বিষয় গুলো বুঝতে এবং অনুশীলনে সাহায্য করবে। ডিজিটাল ক্লাসরুমের ম্যাটেরিয়াল হিসেবেও এটিকে ব্যবহার করা যাবে।”
একাদশ দ্বাদশ শ্রেণীর নতুন বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির টেকনিক্যাল বিষয়/অংশ সমূহ সহজ করে বুঝানো হয়েছে অ্যাপটিতে। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নিচের টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে,
● সংখ্যা পদ্ধতি
● বুলিয়ান অ্যালজেবরা
● লজিক গেইট
● এইচটিএমএল
● সি প্রোগ্রামিং ভাষা
● এসকিউএল (SQL)
● এনক্রিপশন (Encryption)
অ্যাপের প্রতি অংশে প্রতিটি টপিক “কী-কেন-কিভাবে” দেখানো এবং বুঝানো হয়েছে। উদাহরণ আছে যথেষ্ট।
Interactive ICT অ্যাপের আকর্ষণীয় ফিচার গুলো হচ্ছেঃ
● অফলাইনে ব্যবহার করা যাবে।
● মাত্র ৬ মেগাবাইট সাইজ
● প্রত্যেকটি অংশ বিস্তারিত এবং সহজ বর্ণনা দেওয়া রয়েছে
● বিভিন্ন প্রয়োজনে অ্যানিমেশনও ব্যবহার করা হয়েছে
● উদাহরণের কমতি নেই
● বুলিয়ান অ্যালজেবরা: ৫০+ লজিক ফাংশন সরলীকরণ এবং প্রতি লাইনের ব্যাখ্যা
● বিভিন্ন লজিক গেইট অ্যানিমেশনের সাহায্যে ব্যাখ্যা
● অ্যাপটিতে রয়েছে দারুণ দারুণ নানান ধরনের ডাইনামিক টুলস
এছাড়া অ্যাপটিতে ভবিষ্যতে আরো দারুণ দারুণ ফিচার আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এখন অ্যাপটিতে কী কী ফিচার রয়েছে তা দেখে নেই অ্যাপটির প্রমোশনাল ভিডিও থেকে:
অ্যাপটিতে যে যে ডাইনামিক টুলস আছে তা নিচে উল্লেখ করে দিচ্ছি:
১. ডাইনামিক সমাধান: যার মাধ্যমে সংখ্যা পদ্ধতির সকল সমস্যা "যে কোনো ইনপুটের জন্য" অ্যাপের মাধ্যমে ধাপে ধাপে সমাধান দেখা যাবে। অর্থাৎ, বাইনারি সংখ্যাকে শুধু হেক্সাডেসিমালে রূপান্তর করবে না বরং পুরো প্রক্রিয়া ধাপে ধাপে দেখিয়ে দেবে।
২. HTML Editor (এইচটিএমএল এডিটর): যার মাধ্যমে সরাসরি এইচটিএমএল লিখা এবং প্রিভিউ দেখা যাবে। অর্থাৎ, HTML Code লেখার জন্য নতুন কোনো অ্যাপ ডাউনলোড করা লাগবে না। Interactive ICT অ্যাপে HTML লিখে তার ফলাফল সাথে সাথে দেখা যাবে।
৩. C compiler (সি কম্পাইলার): অ্যাপ থেকে সরাসরি সি ভাষার কোড লিখা এবং চালু করে ফলাফল দেখা যাবে। তার মানে শুধু HTML নয়, C programming language ও লেখা যাবে এই অ্যাপে!
৪. SQL Simulator (এসকিউএল সিমুলেটর): সিমুলেটরে গুরুত্বপূর্ণ এসকিউএল অপারেশনগুলো চালানো যাবে এবং ফলাফল দেখা যাবে।
৫. Encryption Simulator (এনক্রিপশন সিমুলেটর): সিজার এনক্রিপশন দিয়ে বিভিন্ন কি ব্যবহার করে লেখা এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করা যাবে।
এছাড়া, অ্যাপটির রয়েছে “শূন্য কমিউনিটি”। “শূন্য কমিউনিটি” হচ্ছে শিক্ষার্থীদের প্রশ্ন উত্তরের জন্য একটি খোলা মঞ্চ। যে কেউ এখানে প্রশ্ন করতে পারবে এবং উত্তর দিতে পারবে।
এছাড়া অ্যাপটির ইন্টারফেস, ডিজাইন স্টাইল খুবই ভালো লেগেছে। অ্যাপটি খুবই ফাস্ট যার কারণে এটি ব্যবহার করে বিরক্তিবোধ করতে হয় না। অাইসিটির জটিল টপিকগুলো ইন্টারঅ্যাকটিভলি তুলে ধরায় খুব দ্রুত শিক্ষার্থীরা বুঝতে পারছে এবং মজায় মজায় শিখতে পারছে। সর্বোপরি অ্যাপটি আমার কাছে খুবই ভালো লেগেছে। রেটিং ৫ এ ৫ দেওয়ার মতো।
অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। তবে এর কিছু প্রিমিয়াম ফিচার রয়েছে যেগুলো ব্যবহার করতে হলে মাত্র ৩০ টাকা (২ বছরের জন্য) খরচ করতে হবে। রবি কিংবা এয়ারটেল ইউজাররা মোবাইলের ব্যালেন্স দিয়ে কিনতে পারবেন। অন্য সিম ইউজারদের বিকাশ দিয়ে ৩০ টাকা পে করতে হবে। কীভাবে ৩০ টাকা দিয়ে পেমেন্ট করে প্রিমিয়াম মেম্বার হবেন তা অ্যাপের ভিতর বলে দেওয়া আছে। সেখান থেকে দেখে নিতে হবে।
অ্যাপটি ডাউনলোড করা যাবে এই লিংক থেকে: https://play.google.com/store/apps/details?id=team.shunno.interactiveict
অথবা, গুগল প্লে স্টোরে Interactive ICT লিখে সার্চ দিলেই পাওয়া যাবে অ্যাপটি।
টিম শূণ্যের ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/TeamShunno/
বাংলায় পড়ালেখা নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বানানো উপকারী একটা অ্যাপ পাওয়া বিরল তবে একেবারেই যে নেই তা কিন্তু নয়। যেমন: রাফখাতা অ্যাপ, দূরবীন একাডেমীর অ্যাপ। আরো বলে রাখি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি “একুশে বাংলা কীবোর্ড” নামে একটি বাংলা কিবোর্ড উন্মোচন করে প্লে স্টোরে যাতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কিন্তু আজ আমি এসব অ্যাপস নিয়ে আলোচনা করবো না। আজ আলোচনা করবো অন্য একটি অ্যাপ নিয়ে।
অ্যাপটির নাম Interactive ICT। একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আইসিটি বিষয়ের জন্য অ্যাপটি তৈরি করেছে ‘টিম শূন্য’ নামে একটি দেশীয় স্টার্টআপ প্রতিষ্ঠান। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC) - এর কম্পিউটার বিভাগের চার শিক্ষার্থী মিলে এটি তৈরি করেছেন। তারা হলেন: মোহাম্মদ ইমরান হোসেন, রাকিবুল হুদা, রাশিদ আল শাফি এবং মাহমুদুল হাসান সোহাগ।
টিম শূণ্য |
গুগল প্লে স্টোরে Interactive ICT অ্যাপ |
একাদশ দ্বাদশ শ্রেণীর নতুন বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির টেকনিক্যাল বিষয়/অংশ সমূহ সহজ করে বুঝানো হয়েছে অ্যাপটিতে। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নিচের টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে,
● সংখ্যা পদ্ধতি
● বুলিয়ান অ্যালজেবরা
● লজিক গেইট
● এইচটিএমএল
● সি প্রোগ্রামিং ভাষা
● এসকিউএল (SQL)
● এনক্রিপশন (Encryption)
অ্যাপের প্রতি অংশে প্রতিটি টপিক “কী-কেন-কিভাবে” দেখানো এবং বুঝানো হয়েছে। উদাহরণ আছে যথেষ্ট।
Interactive ICT অ্যাপের আকর্ষণীয় ফিচার গুলো হচ্ছেঃ
● অফলাইনে ব্যবহার করা যাবে।
● মাত্র ৬ মেগাবাইট সাইজ
● প্রত্যেকটি অংশ বিস্তারিত এবং সহজ বর্ণনা দেওয়া রয়েছে
● বিভিন্ন প্রয়োজনে অ্যানিমেশনও ব্যবহার করা হয়েছে
● উদাহরণের কমতি নেই
● বুলিয়ান অ্যালজেবরা: ৫০+ লজিক ফাংশন সরলীকরণ এবং প্রতি লাইনের ব্যাখ্যা
● বিভিন্ন লজিক গেইট অ্যানিমেশনের সাহায্যে ব্যাখ্যা
● অ্যাপটিতে রয়েছে দারুণ দারুণ নানান ধরনের ডাইনামিক টুলস
এছাড়া অ্যাপটিতে ভবিষ্যতে আরো দারুণ দারুণ ফিচার আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অ্যাপটিতে যে যে ডাইনামিক টুলস আছে তা নিচে উল্লেখ করে দিচ্ছি:
১. ডাইনামিক সমাধান: যার মাধ্যমে সংখ্যা পদ্ধতির সকল সমস্যা "যে কোনো ইনপুটের জন্য" অ্যাপের মাধ্যমে ধাপে ধাপে সমাধান দেখা যাবে। অর্থাৎ, বাইনারি সংখ্যাকে শুধু হেক্সাডেসিমালে রূপান্তর করবে না বরং পুরো প্রক্রিয়া ধাপে ধাপে দেখিয়ে দেবে।
২. HTML Editor (এইচটিএমএল এডিটর): যার মাধ্যমে সরাসরি এইচটিএমএল লিখা এবং প্রিভিউ দেখা যাবে। অর্থাৎ, HTML Code লেখার জন্য নতুন কোনো অ্যাপ ডাউনলোড করা লাগবে না। Interactive ICT অ্যাপে HTML লিখে তার ফলাফল সাথে সাথে দেখা যাবে।
৩. C compiler (সি কম্পাইলার): অ্যাপ থেকে সরাসরি সি ভাষার কোড লিখা এবং চালু করে ফলাফল দেখা যাবে। তার মানে শুধু HTML নয়, C programming language ও লেখা যাবে এই অ্যাপে!
৪. SQL Simulator (এসকিউএল সিমুলেটর): সিমুলেটরে গুরুত্বপূর্ণ এসকিউএল অপারেশনগুলো চালানো যাবে এবং ফলাফল দেখা যাবে।
৫. Encryption Simulator (এনক্রিপশন সিমুলেটর): সিজার এনক্রিপশন দিয়ে বিভিন্ন কি ব্যবহার করে লেখা এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করা যাবে।
এছাড়া, অ্যাপটির রয়েছে “শূন্য কমিউনিটি”। “শূন্য কমিউনিটি” হচ্ছে শিক্ষার্থীদের প্রশ্ন উত্তরের জন্য একটি খোলা মঞ্চ। যে কেউ এখানে প্রশ্ন করতে পারবে এবং উত্তর দিতে পারবে।
এছাড়া অ্যাপটির ইন্টারফেস, ডিজাইন স্টাইল খুবই ভালো লেগেছে। অ্যাপটি খুবই ফাস্ট যার কারণে এটি ব্যবহার করে বিরক্তিবোধ করতে হয় না। অাইসিটির জটিল টপিকগুলো ইন্টারঅ্যাকটিভলি তুলে ধরায় খুব দ্রুত শিক্ষার্থীরা বুঝতে পারছে এবং মজায় মজায় শিখতে পারছে। সর্বোপরি অ্যাপটি আমার কাছে খুবই ভালো লেগেছে। রেটিং ৫ এ ৫ দেওয়ার মতো।
অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। তবে এর কিছু প্রিমিয়াম ফিচার রয়েছে যেগুলো ব্যবহার করতে হলে মাত্র ৩০ টাকা (২ বছরের জন্য) খরচ করতে হবে। রবি কিংবা এয়ারটেল ইউজাররা মোবাইলের ব্যালেন্স দিয়ে কিনতে পারবেন। অন্য সিম ইউজারদের বিকাশ দিয়ে ৩০ টাকা পে করতে হবে। কীভাবে ৩০ টাকা দিয়ে পেমেন্ট করে প্রিমিয়াম মেম্বার হবেন তা অ্যাপের ভিতর বলে দেওয়া আছে। সেখান থেকে দেখে নিতে হবে।
অ্যাপটি ডাউনলোড করা যাবে এই লিংক থেকে: https://play.google.com/store/apps/details?id=team.shunno.interactiveict
অথবা, গুগল প্লে স্টোরে Interactive ICT লিখে সার্চ দিলেই পাওয়া যাবে অ্যাপটি।
টিম শূণ্যের ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/TeamShunno/
Post a Comment