Subject Review: Applied Statistics
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের Applied Statistics Department এর সাবেক ছাত্র ।
মজার ব্যাপার হল যখন আমি ঢাবি তে ভর্তি পরীক্ষা দেব তখনো নিজে জানতাম না এই বিষয়টা কেমন ?
যাহোক, আমার মনে হয় কোন বিষয় পড়ার আগে চিন্তা করা উচিত সেই বিষয়ে কী পড়ানো হয় এবং যা পড়ানো হয় তার জন্য কী কী Basic Knowledge থাকা জরুরী।
Applied Statistics এ পড়ার জন্য সবচেয়ে বেশী জরুরী হল Quantitative Analysis এর উপর দক্ষতা । আমি Mathematics না বলে Quantitative Analysis বলছি এ জন্য যে,Pure Mathematics বলতে যা বোঝায় এটা তা থেকে ভিন্ন । এছাড়া Student যদি নিজে খুব বেশী Logical না হয় তবে এ বিষয়টি পড়া তার জন্য খুব সহজ হবেনা ।
আমার মতে যাদের মধ্যে এই গুনগুলো আছে কেবল তাদেরই আসা উচিত Applied Statistics এ পড়তে । তাছাড়া ISRT (Institute of Statistical Research & Training) তে প্রচুর পড়াশোনার চাপ থাকে । Teacher রা এখানে খুব বেশী Friendly. এবার আসি মূল কথায় Applied Statistics এ পড়লে Carrier কেমন হতে পারে…
Applied Statistics / Statistics প্রায় সকল প্রতিষ্ঠানে প্রয়োজন । BCS থেকে Bank Job সবজায়গাতেই Applied Statistics এর জয়জয়াকার । বিসিএস (সাধারন), বিসিএস (পরিসংখ্যান), প্রভাষক (পরিসংখ্যান) নামে তিনটি Field এ Applied Statistics এর ছাত্ররা বিসিএস পরীক্ষায় Apply করতে পারে যার মধ্যে শেষের দুটি কেবল তাদের নিজস্ব ।
অন্যরা এক্ষেত্রে কেবল দুটি Field এ Apply করতে পারে । Private Bank গুলোতে Applied Statistics এর শিক্ষার্থীদের জয়জয়াকার । Bangladesh Bank এর AD (General) এর পাশাপাশি AD (Statistics) ও AD (Research) নামে আলাদা দুটি Field আছে যাতে Statistics/Applied Statistics/Economics ই Apply করতে পারে ।
যেকোন Research ধর্মী প্রতিষ্ঠান মানেই Applied Statistics/Statistics যেখানে ISRT এর শিক্ষার্থীদের ভীষন চাহিদা । ICDDR,B, NIPORT, AC Neilson সহ বড় বড় Research প্রতিষ্ঠানে Applied Statistics এর জয়জয়াকার ।
আসল কথাতো বলাই হয়নি, BBS (Bangladesh Bureau of Statistics) এরনিয়ন্ত্রঙ্কর্তাতো আমরাই সেটা বলাই বাহুল্য । এছাড়া ফ্রিল্যান্সার হিসেবে IT এর পরে Applied Statistics ই বেশী গুরুত্বপুর্ন । তবে মনে রেখ, ISRT এর শিক্ষার্থীরা এমনি এমনি শুধু তাদের Subject এর মাধ্যমে এ পর্যায়ে এসে পৌছায়নি ।
এই Department এর সকল শিক্ষার্থীই স্বভাবত ভীষন অধ্যবসায়ী, ভীষন পরিশ্রমী এবং নিসন্দেহে মেধাবী । Department তাদের এমন চাপ নিতে শিখিয়েছে যে কোন কিছুকেই তারা চাপ মনে করেনা । এমন একটি Department এ পড়ে আমি ভীষন গর্বিত । যদি প্রস্তুত থাক ; তবে Applied Statistics এ তোমাদের স্বাগতম ।
লিখেছেন
অরূপ দাস
ফলিত পরিসংখ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়।
Lecturer (Statistics)
Asia Pacific University
Stamford University (খন্ডকালীন)
মজার ব্যাপার হল যখন আমি ঢাবি তে ভর্তি পরীক্ষা দেব তখনো নিজে জানতাম না এই বিষয়টা কেমন ?
যাহোক, আমার মনে হয় কোন বিষয় পড়ার আগে চিন্তা করা উচিত সেই বিষয়ে কী পড়ানো হয় এবং যা পড়ানো হয় তার জন্য কী কী Basic Knowledge থাকা জরুরী।
Applied Statistics এ পড়ার জন্য সবচেয়ে বেশী জরুরী হল Quantitative Analysis এর উপর দক্ষতা । আমি Mathematics না বলে Quantitative Analysis বলছি এ জন্য যে,Pure Mathematics বলতে যা বোঝায় এটা তা থেকে ভিন্ন । এছাড়া Student যদি নিজে খুব বেশী Logical না হয় তবে এ বিষয়টি পড়া তার জন্য খুব সহজ হবেনা ।
আমার মতে যাদের মধ্যে এই গুনগুলো আছে কেবল তাদেরই আসা উচিত Applied Statistics এ পড়তে । তাছাড়া ISRT (Institute of Statistical Research & Training) তে প্রচুর পড়াশোনার চাপ থাকে । Teacher রা এখানে খুব বেশী Friendly. এবার আসি মূল কথায় Applied Statistics এ পড়লে Carrier কেমন হতে পারে…
Applied Statistics / Statistics প্রায় সকল প্রতিষ্ঠানে প্রয়োজন । BCS থেকে Bank Job সবজায়গাতেই Applied Statistics এর জয়জয়াকার । বিসিএস (সাধারন), বিসিএস (পরিসংখ্যান), প্রভাষক (পরিসংখ্যান) নামে তিনটি Field এ Applied Statistics এর ছাত্ররা বিসিএস পরীক্ষায় Apply করতে পারে যার মধ্যে শেষের দুটি কেবল তাদের নিজস্ব ।
অন্যরা এক্ষেত্রে কেবল দুটি Field এ Apply করতে পারে । Private Bank গুলোতে Applied Statistics এর শিক্ষার্থীদের জয়জয়াকার । Bangladesh Bank এর AD (General) এর পাশাপাশি AD (Statistics) ও AD (Research) নামে আলাদা দুটি Field আছে যাতে Statistics/Applied Statistics/Economics ই Apply করতে পারে ।
যেকোন Research ধর্মী প্রতিষ্ঠান মানেই Applied Statistics/Statistics যেখানে ISRT এর শিক্ষার্থীদের ভীষন চাহিদা । ICDDR,B, NIPORT, AC Neilson সহ বড় বড় Research প্রতিষ্ঠানে Applied Statistics এর জয়জয়াকার ।
আসল কথাতো বলাই হয়নি, BBS (Bangladesh Bureau of Statistics) এরনিয়ন্ত্রঙ্কর্তাতো আমরাই সেটা বলাই বাহুল্য । এছাড়া ফ্রিল্যান্সার হিসেবে IT এর পরে Applied Statistics ই বেশী গুরুত্বপুর্ন । তবে মনে রেখ, ISRT এর শিক্ষার্থীরা এমনি এমনি শুধু তাদের Subject এর মাধ্যমে এ পর্যায়ে এসে পৌছায়নি ।
এই Department এর সকল শিক্ষার্থীই স্বভাবত ভীষন অধ্যবসায়ী, ভীষন পরিশ্রমী এবং নিসন্দেহে মেধাবী । Department তাদের এমন চাপ নিতে শিখিয়েছে যে কোন কিছুকেই তারা চাপ মনে করেনা । এমন একটি Department এ পড়ে আমি ভীষন গর্বিত । যদি প্রস্তুত থাক ; তবে Applied Statistics এ তোমাদের স্বাগতম ।
লিখেছেন
অরূপ দাস
ফলিত পরিসংখ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়।
Lecturer (Statistics)
Asia Pacific University
Stamford University (খন্ডকালীন)
Post a Comment